কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

 স্টাফ রিপোর্টার | ২৮ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:০০ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় মাহফুজ মজুমদার (৪০) নামে এক ভুয়া চিকিৎসক আটক হয়েছে। তিনি উপজেলার পুলেরঘাট বাজারের ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন। ব্যবস্থাপত্রের লেখা দেখে সন্দেহ হলে রোগীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

মাহফুজ মজুমদার ঢাকার দক্ষিণখান এলাকার আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন। পুলিশ ভুয়া চিকিৎসককে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভুয়া ডাক্তারকে আটক করে তার এমবিবিএস পাশ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এমবিবিএস পাশ নন বলে স্বীকার করেন। এছাড়া তিনি কোন পরীক্ষার সার্টিফিকেটও দেখাতে পারেননি।

পাকুন্দিয়া থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম জানান, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর