কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বোরো ধান সংগ্রহ উদ্বোধন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৬ মে ২০২১, বৃহস্পতিবার, ৭:৪৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ উপজেলার নারান্দী পশ্চিমপাড়া গ্রামের কৃষক মুর্শিদ উদ্দিনের কাছ থেকে ২৫ মণ ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ধান সংগ্রহ অভিযান উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মিজানুর রহমান প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি-এলএসডি) বুলবুল আহমেদ জানান, এ উপজেলায় প্রথমবারের মতো চলতি বোরো মৌসুমে কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে।

কৃষকের কাছ থেকে মোট এক হাজার ৪৬৪ মেট্রিক টন বোরো ধান কেনা হবে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে ১০ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ছিলো ১০হাজার ৬০ হেক্টর।

ইতোমধ্যে ৬০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর