কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে আনসার ও ভিডিপির খাদ্য সামগ্রী বিতরণ

 বাজিতপুর সংবাদদাতা | ৯ মে ২০২১, রবিবার, ১১:৫৫ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে করোনাভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্য ৫০ জন নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৯ মে) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় হতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন।

প্রত্যেককে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম পেঁয়াজ দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শফিউল আলম, দলনেতা জুবায়ের আহম্মেদ, আনসার ভিডিপি কমান্ডার লিটন মোল্লা ও উপজেলা কোম্পানি কমান্ডার আরফান আলী উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর