কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৯ মাদক ব্যবসায়ী ও ১১০ পলাতক আসামি গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১ মে ২০১৮, মঙ্গলবার, ১:৪৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা পুলিশের তিন দিনব্যাপী বিশেষ অভিযানে মোট ৩৯জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১১০জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

২৮শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত কিশোরগঞ্জ জেলা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। কিশোরগঞ্জ জেলার ১৩টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশসহ কিশোরগঞ্জ জেলা পুলিশের সবকটি ইউনিট বিশেষ এই অভিযানে অংশগ্রহণ ও ভূমিকা পালন করে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল সূত্র জানায়. তিন দিনব্যাপী বিশেষ অভিযানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক উদ্ধার বিষয়ে সর্বমোট ৩৪টি নিয়মিত মামলায় ৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৯১৬ পিছ ইয়াবা, আট বোতল ফেন্সিডিল, এক কেজি ৬০ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশি মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এছাড়া পরোয়ানা মুলে সর্বমোট ১১০ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর