কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে পাইপগান, গুলি ও চাকুসহ সন্ত্রাসী আটক

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩ জুন ২০২১, বৃহস্পতিবার, ৩:৩০ | অপরাধ 


কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলাম (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মো. মিহাদুল ইসলাম ঝাউতলা গ্রামের মো. সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. মিহাদুল ইসলাম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) ভোররাত ৩টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালায়।

অভিযানে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়া গত ৪ মে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে একটি পিস্তলসহ সন্ত্রাসী মো. সাইফুল্লাহ ওরফে সাদ্দাম (৩০) কে আটক করেছিল। উদ্ধার হওয়া ওই পিস্তলটি মো. মিহাদুল ইসলাম বিক্রয় করেছিল বলেও সে স্বীকার করে।

এ বিষয়ে মো. মিহাদুল ইসলামের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ: করিমগঞ্জে পিস্তলসহ সন্ত্রাসী আটক


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর