কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মে দিবস উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ১ মে ২০১৮, মঙ্গলবার, ৬:৫৫ | বিশেষ সংবাদ 


নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে।

শহরের পুরাতন স্টেডিয়াম থেকে র‌্যালিটি বের করা হয়। এতে বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও নানা পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি শহর প্রদক্ষিণশেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এতে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পিপি শাহ আজিজুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, মুক্তিযোদ্ধা বাসির উদ্দিন ফারুকী, বিভিন্ন শ্রমিক সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম জুয়েল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারী নেত্রী বিলকিস বেগম, সাংবাদিক আলম সারোয়ার টিটু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, ছড়াকার সামিউল হক মোল্লা, শ্রমিক নেতা ফরিদ মিয়া প্রমুখ বক্তৃতা দেন।

এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। তারা কর্মক্ষেত্রে সঠিক পরিবেশ সৃষ্টি ও উপযুক্ত মজুরির দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর