কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৬ জুন ২০২১, রবিবার, ৫:২৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের ফেসবুক গ্রুপে সহস্রাধিক সদস্য পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উদ্যোগে রোববার (৬ জুন) দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া ও সাবেক পৌর কাউন্সিলর মো. তরীকুল ইসলাম আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন।

স্বাগত বক্তব্যে বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা আতাউর রহমান সোহাগ বলেন, মাত্র ১৫ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনটির গ্রুপে সদস্য সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। কিছুদিন আগে সংগঠনটি যাত্রা শুরু করে ইতোমধ্যে ৭০ জন মুমূর্ষ রোগিকে রক্তদান করেছেন এর সদস্যরা।

আলোচনা সভা শেষে কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর