কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৮ জুন ২০২১, মঙ্গলবার, ৮:১৫ | অপরাধ 


কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ এমরান মিয়া (৫৫) ও মো. সুমন মিয়া (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৭ জুন) রাতে ভৈরব উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে এমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং মো. সুমন মিয়া ভৈরবের দড়িচণ্ডিবেড় গ্রামের মৃত হেলিম মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই রাজীব আহমেদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই রাজীব আহমেদ পিপিএম কিশোরগঞ্জ নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এমরান মিয়া ও মো. সুমন মিয়া চিহ্ণিত মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

সোমবার (৭ জুন) রাতে তারা মাদক বিক্রয়ের জন্য ভৈরব উপজেলার কমলপুর এলাকায় অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের বিষয়টি জেনে ডিবি পুলিশ রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালায়।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

তাদেরকে আটক করে দেহ তল্লাসি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ী এমরান মিয়া ও মো. সুমন মিয়াকে আসামি করে ভৈরব থানায় মামলা (নং-১৩, তারিখ-০৮/০৬/২০২১) দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর