কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে চার সিগারেট ব্যবসায়ীর জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০২১, বুধবার, ১১:৫৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধিত) ২০১৩ এর ৫(ছ) ধারা লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করায় চার সিগারেট ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ জুন) বিকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল ফার্মের মোড়, গাইটাল বাসটার্মিনাল এবং পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া ২০/২৫টি দোকান থেকে সিগারেটের বিজ্ঞাপন অপসারণ করা হয়।

এছাড়া চারটি ব্যবসা প্রতিষ্ঠান/ দোকানের মালিককে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধিত) ২০১৩ এর ৫(ছ) ধারা অনুযায়ী যথাক্রমে ১০ হাজার টাকা, এক হাজার টাকা, এক হাজার টাকা ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নাটাবের ফিল্ড অফিসার আমিরুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর