কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ পৌরসভা-করিমগঞ্জ, ভৈরব-হোসেনপুর পেল শনিবারের ফাইনালের টিকিট

 স্টাফ রিপোর্টার | ১১ জুন ২০২১, শুক্রবার, ৭:০৫ | খেলাধুলা 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এ কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনালে নিশ্চিত করেছে ভৈরব এবং হোসেনপুর উপজেলা।

অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনালে উঠেছে করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ পৌরসভা।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শুক্রবার (১১ জুন) সকালে বালিকাদের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে কটিয়াদী উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিশোরগঞ্জ পৌরসভা।

আরেক ম্যাচে বাজিতপুর উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে গত আসরের চ্যম্পিয়ন করিমগঞ্জ উপজেলা।

বিকালে একই মাঠে বালকদের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচই গোলশুন্য থেকে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়।

প্রথম ম্যাচে কিশোরগঞ্জ পৌরসভার বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে হোসেনপুর উপজেলা।

দ্বিতীয় ম্যাচে করিমগঞ্জ উপজেলার বিপক্ষে জমজমাট লড়াই করে ভৈরব উপজেলা। গোলশুন্য থাকা ম্যাচে টাইব্রেকারের ৫-৩ গোলে জয় নিশ্চিত করে প্রথমবারের মত ফাইনাল নিশ্চিত করে ভৈরব উপজেলা।

শনিবার (১২ জুন) বেলা তিনটায় বালিকাদের ফাইনালে মুখোমুখি কিশোরগঞ্জ পৌরসভা এবং করিমগঞ্জ উপজেলা।

বালকদের ফাইনালে বিকাল চারটায় মাঠে নামবে ভৈরব এবং হোসেনপুর উপজেলা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর