কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২১ জুন ২০২১, সোমবার, ৮:৪১ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জুন) শহরের গাইটাল বটতলা মোড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

'আসুন করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি' এ স্লোগানকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালে ডায়াগনস্টিক সেন্টার তিনটিকে এ জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত তিনটি ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, আল-ছাফি ডায়াগনস্টিক, হাজী ডায়াগনস্টিক ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টার।

এর মধ্যে আল-ছাফি ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা, হাজী ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কিশোরগঞ্জ শহরের বটতলা মোড়, স্টেশন রোড, গুরুদয়াল কলেজ প্রাঙ্গণ ও নরসুন্দা লেকসিটি এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া এসব এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যক্তিকে মোট এক হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর