কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার গাঁজা ব্যবসায়ী পিতা-পুত্রকে এক বছর করে কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৪ মে ২০১৮, শুক্রবার, ১:৫৯ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নরপতি এলাকার গাঁজা ব্যবসায়ী পিতা-পুত্রকে এক বছর করে কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত পিতা-পুত্র হলো, মঠখোলা নরপতি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. খোকন মিয়া ও মো. খোকন মিয়ার ছেলে মো. সোহেল মিয়া।

এর আগে মঠখোলা নরপতি এলাকার খোকন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পিতা-পুত্রকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

মাদক বিরোধী এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাগণ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ জানান, পিতা-পুত্র দীর্ঘদিন যাবৎ এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। বৃহস্পতিবার বিকালে তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করা হয়। পরে দুজনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরো দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর