kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

অষ্টগ্রামে ৬৪০ নারীকে মাতৃত্ব ভাতা অজিত দত্ত, অষ্টগ্রাম প্রতিনিধি | ১৭ জানুয়ারি ২০১৮, বুধবার, ৬:৪০ | অষ্টগ্রাম 


অষ্টগ্রামে ৬৪০ নারীকে মাতৃত্ব ভাতা দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই ভাতা বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রোকসানা বিলকিস সুবিধাভোগী দরিদ্র মা’দের মাঝে এই মাতৃত্ব ভাতা বিতরণ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা’ কর্মসূচির আওতায় অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ৬৪০ জন। অথচ সেখানে ভাতা প্রত্যাশী দরিদ্র নারীর সংখ্যা অন্তত ১০গুণ। ফলে দরিদ্র জনগোষ্ঠীর এই উপকারভোগীর সংখ্যা বাড়ানো প্রয়োজন।

জবা রানী দাস নামের একজন উপকারভোগী জানান, অনেক দূর থেকে উপজেলা সদরে এসে তাদের ভাতা নিতে হয়। যাতায়াতের পেছনে ভাতার বড় একটা অংশ তাদের খরচ হয়ে যায়। তাই ইউনিয়ন পর্যায়ে ভাতা বিতরণের ব্যবস্থা করলে তাদের যাতায়াত খরচের পাশাপাশি কষ্টও কমতো।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ