কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়া-মঠখোলা সড়কে দুর্ভোগের যে ছবি ভাইরাল

 স্টাফ রিপোর্টার | ৩০ জুন ২০২১, বুধবার, ১১:৫১ | জনদুর্ভোগ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়া-মঠখোলা সড়কের লাউতলী বাজার এলাকার একটি দুর্ভোগের ছবি ভাইরাল এখন নেট দুনিয়ায়। গত মঙ্গলবার (২৯ জুন) থেকে একই এঙ্গেলে তোলা দুর্ভোগের একাধিক ছবি ঘুরছে ফেসবুকের ওয়ালে ওয়ালে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাকুন্দিয়া-মঠখোলা সড়কের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এগারসিন্দুর ইউনিয়নের লাউতলী বাজার।

বাজারের সবজি মহালের সামনে সড়কটির কিছু অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ফলে এসব বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশার মতো যানবাহন।

এতে দুর্ভোগে পড়ছেন পথচারীরাও।

লাউতলী বাজারের ব্যবসায়ী উত্তম হাসান শাহীন জানান, পাকুন্দিয়া টু মঠখোলা মধ্যস্থলে লাউতলী বাজারের রাস্তাটি খুবই খারাপ। রাস্তার জায়গায় বিরাট বড় গর্ত হওয়ায় প্রতিদিন ৪/৫টা অটোরিকশা উল্টে গিয়ে পড়ছে। মানুষ আহত হচ্ছে।

অবিলম্বে সড়কের এই অংশটুকু সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ ও ভোগান্তি আরো বাড়বে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর