কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রোববার এসএসসি ও সমমানের ফল প্রকাশ

 স্টাফ রিপোর্টার | ৫ মে ২০১৮, শনিবার, ৩:০৯ | শিক্ষা  


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার (৬ মে) প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।

দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলায় ৩৮ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী ২০১৮ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোক) পরীক্ষায় অংশ নিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর