কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ছড়াগানে দেশসেরা কিশোরগঞ্জের কাশ্মীর

 স্টাফ রিপোর্টার | ৫ মে ২০১৮, শনিবার, ৭:১৭ | বিনোদন 


জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ছড়াগানে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অধিকার করার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের ফারাহ ফারদিন কাশ্মীর। শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় ফারাহ ফারদিন কাশ্মীর এর হাতে সনদ ও পদক তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম ও শিশু একাডেমির পরিচালক ছড়াকার আনজীর লিটন।

ফারাহ ফারদিন কাশ্মীর এর আগে ময়মনসিংহ অঞ্চলের আট জেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

ফারাহ ফারদিন কাশ্মীর দৈনিক আমাদের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এর ছেলে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার আ. ম. মঈনূল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর