কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনা উপজেলায় এসএসসি’তে কোন জিপিএ-৫ নেই

 স্টাফ রিপোর্টার | ৬ মে ২০১৮, রবিবার, ৪:৫২ | ইটনা  


চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইটনা উপজেলা থেকে কেউ জিপিএ-৫ পায়নি। এটি কিশোরগঞ্জ জেলার একমাত্র উপজেলা যেখান থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। বিদ্যালয়ওয়ারি ফলাফলে পাশের হারের দিক থেকে উপজেলায় প্রথম হয়েছে বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়।

উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ৬৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬১জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৫.৩১ ভাগ।

জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় থেকে ১৪২জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৬জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৮১.৬৯ ভাগ।

চৌগাঙ্গা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ১০১জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮০জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৭৯.২১ ভাগ।

ইটনা মহেশচন্দ্র মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন থেকে ১৮৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪০জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৭৬.০৯ ভাগ।

এলংজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ৩৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৭০.২৭ ভাগ।

লাইমপাশা উচ্চ বিদ্যালয় থেকে ৮৪জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৭জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৬৭.৮৬ ভাগ।

ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৬৪.৮৪ ভাগ।

থানেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে ১০৩জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৮জন। পাশের হার শতকরা ৫৬.৩১ ভাগ।

রায়টুটি উচ্চ বিদ্যালয় থেকে ৭৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪১জন। পাশের হার শতকরা ৫৩.২৫ ভাগ।

ধনপুর উচ্চ বিদ্যালয় থেকে ৭৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪০জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৫১.৯৫ ভাগ।

রাজেন্দ্র আশালতা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩২জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ২৮.১৩ ভাগ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর