কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের শতভাগ পাশ চারটির তিনটিই বালিকা বিদ্যালয়

 স্টাফ রিপোর্টার | ৬ মে ২০১৮, রবিবার, ৭:৫০ | শিক্ষা  


এবারের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলার মোট ৩২৮টি বিদ্যালয়ের মধ্যে মাত্র চারটি বিদ্যালয় শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছে। শতভাগ পাশ এই চারটি বিদ্যালয়ের তিনটিই বালিকা বিদ্যালয়।

শতভাগ পাশ বিদ্যালয় চারটি হলো, কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া উপজেলার আছিয়া বারি আদর্শ বিদ্যালয় ও হোসেনপুর উপজেলার পিপলাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়।

এই চারটি প্রতিষ্ঠানের মধ্যে কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩৩ জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন।

মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৫জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

পাকুন্দিয়া উপজেলার আছিয়া বারি আদর্শ বিদ্যালয় থেকে ৪৬জন পরীক্ষা দিয়ে পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন।

হোসেনপুর উপজেলার পিপলাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। তবে এই প্রতিষ্ঠানটি থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর