কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে ৫১ জিপিএ-৫, শীর্ষে নিয়ামতপুর স্কুল

 স্টাফ রিপোর্টার | ৬ মে ২০১৮, রবিবার, ১০:০৮ | করিমগঞ্জ  


করিমগঞ্জ উপজেলার ১১টি প্রতিষ্ঠানের মোট ৫১ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উপজেলায় সবচেয়ে ভাল ফল করেছে নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির মোট ৩৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জন পরীক্ষার্থী পাশ করেছে, পাশের হার শতকরা ৫৭.১৮ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪জন পরীক্ষার্থী।

জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে উপজেলায় দ্বিতীয় হয়েছে ভাটিয়া উচ্চ বিদ্যালয়। ভাটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১০জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ১৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ১২৪জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৮০.৫২ ভাগ।

উপজেলায় তৃতীয় স্থানে রয়েছে শামসুন্নাহার-ওসমান গণি শিক্ষা নিকেতন। শামসুন্নাহার-ওসমান গণি শিক্ষা নিকেতন থেকে ৫জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ১০১জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৯৭.০৩ ভাগ।

জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫জন। বিদ্যালয়টির ১৯৯জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৬৩.৩২ ভাগ।

হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ২০০জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৬৪.০০ ভাগ।

করিমগঞ্জ পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে ৪জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ২৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৫জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৬৩.৬৪ ভাগ।

করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ১৩৮জন পরীক্ষার্থীর মধ্যে ১০০জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৭২.৪৬ ভাগ।

দেহুন্দা উচ্চ বিদ্যালয় থেকে ৩জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির ২৬৬জন পরীক্ষার্থীর মধ্যে ১৮২জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার শতকরা ৬৮.৪২ ভাগ।

এছাড়া পিটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চাতল এমসি উচ্চ বিদ্যালয় ও কান্দাইল উচ্চ বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর