কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

 বাজিতপুর সংবাদদাতা | ২৮ জুলাই ২০২১, বুধবার, ৬:০৬ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে করোনাভাইরাস কোভিড-১৯ আরো একটি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কানন মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া কানন মিয়া উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামের সাবেক মেম্বার কেনু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, বুধবার (২৮ জুলাই) সকালে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর