কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৭ জানুয়ারি ২০১৮, বুধবার, ৮:৪২ | শিক্ষা  


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতার চার ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে আলোর মেলা এলাকার লাইব্রেরির রিডিং হলে এই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আজিজুল হক সুমন।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, জুনিয়র লাইব্রেরিয়ান শাহানাজ পারভীন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হুছনে আরা বেগম, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মো. শহীদুল ইসলাম, অফিস সহায়ক মো. ইউনুছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মেহের উদ্দিন।

অনুষ্ঠানে ১৫ আগন্ট জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর