কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৮:০৪ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় বাড়ির পাশের ধনু নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সাব্বির (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটি বাক প্রতিবন্ধী। তার মৃগী রোগ ছিল।

শুক্রবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোঘুরিয়া গ্রাম সংলগ্ন ধনু নদীতে পানিতে ডুবে এই শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু সাব্বির থানেশ্বর বারোঘুরিয়া গ্রামের মো. ছাদেক ভূঞার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩০ জুলাই) বিকালে সাব্বির বাড়ির পাশে ধনু নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় গোসল করতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যায়।

আত্মীয়স্বজনেরা বাড়িতে সাব্বিরকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।

এক পর্যায়ে এলাকার লোকজন জানান, সে নদীতে গোসল করতে গেছে।

পরে ধনু নদীতে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর