কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গর্ভকালীন রক্তশূন্যতা দূরীকরণে সচেতন হতে হবে

 স্টাফ রিপোর্টার | ৭ মে ২০১৮, সোমবার, ৪:৪৩ | স্বাস্থ্য 


বাংলাদেশে প্রসূতি মৃত্যুর ক্ষেত্রে গর্ভকালীন রক্তশূন্যতা একটি অন্যতম কারণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। রবিবার (৬ মে) দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে অনুষ্ঠিত 'এনিমিয়া ইন প্র্যাগনেন্সি' বিষয়ক এক সাইনটিফিক  সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, গর্ভকালে খাবার ও পথ্য দিয়ে রক্তশূন্যতা দূর করতে হবে, যাতে প্রসবকালে রোগি সুস্থ্য ও সবল থাকে। এভাবে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব। এক্ষেত্র চিকিৎসকদের সচেতন থাকার পাশাপাশি রোগি ও পরিবারকে সুস্বাস্থ্য রক্ষায় উদ্যোগী হতে হবে।

গাইনি বিভাগের প্রধান ডা. সুফিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.  মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.  রমজান মাহমুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মাহফুজ পারভেজ।

সেমিনারটি স্পন্সর করে স্কয়ার ফার্মাসিউটিকেল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর