কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৯ আগস্ট ২০২১, সোমবার, ৬:৪৭ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় ১০ কেজি গাঁজার একটি চালানসহ মো. আফজাল হোসেন (৩৮) ও মো. শুভ (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকার লঞ্চঘাট সংলগ্ন বেরিবাঁধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আফজাল হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং মো. শুভ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই ইসহাক মিয়া, এসআই উজ্জল মিয়া ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আফজাল হোসেন ও শুভ উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সোমবার (৯ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার এলাকার লঞ্চঘাট সংলগ্ন বেরিবাঁধ এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১০ কেজি গাঁজার একটি চালানসহ দুই মাদক ব্যবসায়ী মো. আফজাল হোসেন ও শুভকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর