কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে অবৈধ দখলদারের হাত থেকে নদী ও জমি উদ্ধার

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ৭ মে ২০১৮, সোমবার, ৭:২৬ | হোসেনপুর 


হোসেনপুরে অবৈধ দখলদারের হাত থেকে ব্রহ্মপুত্র নদ ও জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।

ইউএনও মামুন জানান, দীর্ঘদিন যাবৎ ভুয়া জাল দলিলের মাধ্যমে পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা নদের ১১ একর জমি ভোগদখল করে আসছিল স্থানীয় মো. তাইজ উদ্দিন তাজ। যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হস্তান্তরিত হওয়ায় প্রকল্পের অধীনে খনন করে মাছ চাষের আওতায় ন্যাস্ত করা হয়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসনের পক্ষে আদালতে মামলা করলে প্রশাসনের পক্ষে জমির রায় পাওয়া সাপেক্ষে তা উদ্ধার করা হয়।

এই উদ্ধার অভিযানের সময় হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার ইউএনও’র সাথে ছিলেন।

হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় সোমবার সকাল ১১ থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার ধুলিহর মৌজার ১৩০৯ নং আরএস দাগে ১০ শতক জমি স্থানীয় আলাল মিয়া ও জালাল মিয়া ভুয়া জাল দলিলের মাধ্যমে দখলে নিয়ে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিল তাও উদ্ধার করা হয়। সে জায়গাটি পানি শোধনাগার ও পয়:নিষ্কাশনে ব্যবহার করা হবে।

এ সময় হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন ছাড়াও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর