কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা-ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে মসজিদে পুলিশের প্রচারণা

 স্টাফ রিপোর্টার | ২০ আগস্ট ২০২১, শুক্রবার, ৩:৫৪ | কিশোরগঞ্জ সদর 


করোনাভাইরাস সংক্রমণ রোধ এবং ডেঙ্গু জ্বর সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও বাসাবাড়ির আঙিনাসহ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জে মসজিদ ভিত্তিক প্রচারণা চালিয়েছে থানা পুলিশ।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদে সচেতনতামূলক এ প্রচারণা চালাচ্ছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ পৌরসভার বয়লা তারাপাশা এলাকার ইমাম বাড়ি জামে মসজিদে জুমআর নামাজের সময় মুসল্লিদের মাঝে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম।

তিনি মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহারের পাশাপাশি সাধ্যমত পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন ওসি আবুবকর সিদ্দিক।

তিনি সামর্থ্যবান ও বিত্তশালী মানুষদের প্রতি এই দুঃসময়ে সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন।

এছাড়া তিনি ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষা পেতে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন।

আইনশৃঙ্খলা রক্ষাসহ যে কোনো সেবা পেতে বিট পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম।

তিনি বলেন, থানায় সেবা নিতে কোন টাকা-পয়সা লাগে না। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর