kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

এমদাদুল হক বুলবুলের স্ত্রী আফিয়া সুলতানা’র ইন্তেকাল স্টাফ রিপোর্টার | ৮ মে ২০১৮, মঙ্গলবার, ৬:৪১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা আফিয়া সুলতানা (৫০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আফিয়া সুলতানার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা মহিলা লীগ সভানেত্রী হামিদা মান্নান ও সাধারণ সম্পাদিকা মানছুরা জামান নতুন গভীর শোক প্রকাশ করেছেন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ