কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হত্যা মামলায় ১১জনের যাবজ্জীবন, আটজন খালাস

 স্টাফ রিপোর্টার | ৯ মে ২০১৮, বুধবার, ৬:৫০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে একটি হত্যা মামলার ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, ১০ আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড এবং আট আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এছাড়া বিচার চলাকালে বিভিন্ন সময় পাঁচ আসামির মৃত্যু হয়।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাং আবু তাহের এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা হলো, আল্লাদ শাহ, মোকলেছুর রহমান শাহ, আতাউর রহমান শাহ, শামসুদ্দিন শাহ, শফির উদ্দিন শাহ, রঞ্জন শাহ, অহিদ শাহ, চন্দন শাহ, আসলাম, মন্টু মিয়া ও জামাল শাহ। তারা সবাই কটিয়াদী উপজেলার ধূলদিয়া ইউনিয়নের সূতিনকলা গ্রামের বাসিন্দা।

১৮ বছর আগে ২০০০ সালের ২৪শে মার্চ ধূলদিয়া ইউনিয়নের সূতিনকলা গ্রামে ধানকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মেরাজ উদ্দিন মুন্সি নামে এক ব্যক্তি নিহত হন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবুবকর বাদী হয়ে ২৭জনকে আসামি করে কটিয়াদী থানায় মামলা করেছিলেন। তদন্ত শেষে পুলিশ ২০০২ সালের ২২শে নভেম্বর ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর