কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কবিতা

বোধ

 আকিব শিকদার | ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৪:২১ | সাহিত্য 


পাথর বোঝাই ঠেলাগাড়ি
ক্রমশ পশ্চাৎপদ লোহার উঁচু সেতুটিতে উঠতে গিয়ে।
পুলের রেলিংয়ে যে আড্ডাবাজ ছেলেটা বসেছিল
নেমে এলো এক লাফে এবং করলো
সশ্রম সহায়তা চালককে। বৃদ্ধ গাড়োয়ান
ঘাড় ঘুরিয়ে তাকালো বালকের দিকে, তারপর সাদা মেঘ
ভেদ করে নীলিমায়। তার দাড়িঢাকা মুখে কৃতজ্ঞতার
হাসি। এটাই আশির্বাদ, আশির্বাদ স্বর্গগামী ট্রেনের টিকেট।

খরতপ্ত দুপুরে এক ক্লান্ত ভিখারী ঘুম নিমগ্ন
বারান্দার শীতল ছায়ায়। স্পর্ধাটুকু ঠেকলো বেখাপ্পা গৃহকর্তার।
অকস্মাৎ ছিনিয়ে নিলেন তিনি
সিথানের ভিক্ষার থলি, দিলেন ছুঁড়ে রৌদ্রকরোজ্জ্বল আঙিনায়।
কাঁচাঘুম ভেঙে ভিখারী তাকালো
কর্তার বিস্ফোরিত নয়নে, অতঃপর আঙিনায় লুটিপুটি
ভিক্ষালব্ধ টমেটো দুটির দিকে। চোখে জল, বুকে তার গুমড়ে ওঠে
বেদনাবাতাস। দীর্ঘশ্বাসের চেয়ে বড়ো অভিশাপ আর নেই।

আরেকটুকুর জন্য যে জন্মান্ধ পথিক
শিকার হতো দানব ট্রাকের ঘাতক চাকায়, তাকে বাঁচালেন
এক পথচারী, জীবনের ঝুঁকি নিয়ে চিলের মতো ছুঁ মেরে।
বাহবা পাবার আশায় থাকেননি দাঁড়িয়ে তিনি
তামাশা দেখতে আসা জন-কোলাহলে, অথচ পৃথিবীর তাবৎ মানুষ
তাকেই দিলো করতালি মনের গোপন হাতে।
আর ঐ যে ধুরন্ধর রাজনৈতিক নেতা মাইক ফাটান
মঞ্চ বেঁধে মিথ্যা প্রতিশ্রুতির বুলি আওড়িয়ে। জনগণ তাকে
সাধুবাদ দেয় যতো, বেশি দেয় কাঁচকলা
বুড়ো আঙুল উঁচু করে পোষা কুকুরের লেজের মতো ঘুুরিয়ে ঘুরিয়ে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর