kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

নিকলীতে বজ্রপাতে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার | ১০ মে ২০১৮, বৃহস্পতিবার, ৭:৩৪ | নিকলী  


নিকলীতে বাড়ির সামনের খোলা জায়গায় ভূট্টা শুকাতে গিয়ে বজ্রপাতে মোমেনা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত মোমেনা খাতুন গোড়াদিঘা গ্রামের কালা মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বাড়ির পাশের একটি খোলা জায়গায় ভূট্টা শুকানোর কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তিনি শুকাতে দেয়া ভূট্টা এক জায়গায় জড়ো করতে গেলে বজ্রাঘাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ