kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

এবার পল্লীগীতিতেও দেশসেরা কিশোরগঞ্জের কাশ্মীর স্টাফ রিপোর্টার | ১২ মে ২০১৮, শনিবার, ১:৫৫ | বিনোদন 


জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ছড়াগানে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অধিকার করার পর এবার পল্লীগীতিতেও জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের ফারাহ ফারদিন কাশ্মীর। শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮ বিভাগ থেকে উঠে আসা ৮জন সেরা প্রতিযোগীর সঙ্গে লড়ে সেরাদের সেরা হয়ে বিজয় মুকুট মাথায় তুলেছে কাশ্মীর।

আগামী ১৫ মে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর কাছ থেকে প্রথম পুরস্কার হিসেবে গোল্ডমেডেল গ্রহণ করবে কাশ্মীর।

এর আগে গত ৫ মে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ছড়াগানে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অধিকার করে কাশ্মীর।

ফারাহ ফারদিন কাশ্মীর দৈনিক আমাদের সময় এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল এর ছেলে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার আ. ম. মঈনূল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর
সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ