কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী'র রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৬ নভেম্বর ২০২১, শনিবার, ১০:০০ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় ২০২২ সালে ৫০ বছরে পদার্পন করবে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকালে পাইকশা  বাজারে রেজিস্ট্রেশন বুথ উদ্বোধনের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী'র প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়।

এ উপলক্ষে পাইকশা, জামষাইট তারা মার্কেট ও মধ্যপাড়া বাজার এ ৩টি স্থানে ৩টি বুথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসিরুজ্জামান সেলিম।

আলোচনা সভায় আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, এম এ রাশিদ,  আফসানা আশরাফি ভাবলী, আমির উদ্দিন, আব্দুর রহমান, আবু হানিফা, ফারুক আহমেদ, সাফিউদ্দিন, একেএম মোর্শেদ সজীব প্রমূখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর