কিশোরগঞ্জে চাকরি প্রত্যাশীদের নিয়ে আগামী ১৭ নভেম্বর ক্যারিয়ার আড্ডা ও প্রীতিভোজ ২০২১ অনুষ্ঠিত হবে। শহরতলীর মোল্লাপাড়া এলাকার নেহাল গ্রীন পার্ক অডিটোরিয়ামে এ ক্যারিয়ার আড্ডা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।
ক্যারিয়ার আড্ডা আয়োজনে সমন্বয়ক হিসেবে কাজ করছেন ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে আড্ডা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
আড্ডায় ক্যারিয়ার বিষয়ক দিক-নির্দেশনা ও পরামর্শ এবং চাকরির প্রস্তুতি বিষয়ে আলোকপাত করা হবে।
এছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন, র্যাফল ড্র ও পুরস্কার বিতরণী পর্ব।
ক্যারিয়ার আড্ডায় সীমিত আসনে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ঈশাখাঁ লাইব্রেরী, রথখলা, কিশোরগঞ্জ।
ক্যারিয়ার আড্ডা সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: বদরুল হুদা সোহেল, মোবাইল: ০১৮১৪-১৪০৯৪০।