কিশোরগঞ্জের বাজিতপুর স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৪ নভেম্বর) রাতে বার্ষিক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির সভাপতি সুশিল বণিক।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, শ্রী শ্রী হরিসভার সভাপতি ও এফ.এইচ.পির পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, আব্দুর রহিম রিপন প্রমুখ।
সভা পরিচালনা করেন বাজিতপুর স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেব দুলাল দাস।
আলোচনা সভা শেষে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সুশিল বণিক সভাপতি ও দেব দুলাল দাস সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গৌরাঙ্গ মালাকার, সহ-সভাপতি অজিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ দুলাল সরকার, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক তপন দাস, কোষাধ্যক্ষ অশোক কুমার দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন দাস এবং কার্যকরী সদস্য উত্তম বসাক, বাদল বণিক ও রিপন বণিক।