www.kishoreganjnews.com

ভৈরবে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা



[ ভৈরব প্রতিনিধি | ৩০ অক্টোবর ২০১৭, সোমবার, ৯:৪৫ | শিক্ষা ]


ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও মানিকদী পূর্বকান্দা অগ্নিশিখা সংঘ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলম। এতে প্রধান অতিথি ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার৷ বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমা আক্তার, সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ। কাজী সজীব, কাজী আরাফাত ও মহসিন আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সদস্যরা নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার প্রবাসীদের সহযোগিতায় প্রতি ঈদে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে৷

ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার জানান, সংগঠনটির সদস্যদের এ ধরনের উদ্যোগে আমি সর্বদা উপস্থিত থাকার চেষ্টাসহ তাদের বিভিন্ন ভাবে সহযোগিতার চেষ্টা করি৷ এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন হওয়ায় এবং তাদের দেখে এলাকায় এমন আরো কয়েকটি সংগঠন গড়ে উঠেছে যা এলাকার উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি যুবসমাজকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে ভূমিকা পালন করছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

সংগঠনের সদস্যরা জানান, এবার তারা ২৪ জন ছেলেমেয়ের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন। আগামীতেও তারা এমন কার্যক্রম অব্যাহত রাখতে চান৷ তারা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সংগঠনের জন্য একটি ঘর নির্মাণের দাবি জানান৷



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com