www.kishoreganjnews.com

শোলাকিয়ার প্রাচীন বৃক্ষ



[ বিশেষ প্রতিনিধি | ২৫ জুন ২০১৭, রবিবার, ৩:৪৯ | এক্সক্লুসিভ ]


উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মুসল্লিরা এখানে ঈদের জামাতে অংশ নেন। প্রায় সাত একর আয়তনের বিশাল এই মাঠে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বৃক্ষ।

শোলাকিয়া ঈদগাহের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মূল প্রবেশপথের সন্নিকটে এই রেইনট্রি গাছটি ঈদগাহের সমবয়সী বলে ধারণা স্থানীয়দের। ১৭৫০ সালে শোলাকিয়া মাঠের গোড়াপত্তন হয়। সেই হিসেবে গাছটির বয়স আড়াই শ’ বছরেরও বেশি। গাছটির নিচে আগেভাগে জায়গা নিতে বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা ঈদের দিন প্রত্যুষে ঈদগাহে চলে আসেন। ঈদের ২-৩ দিন আগে শোলাকিয়ায় চলে আসা দূর-দূরান্তের মুসল্লিদের অনেকেও রাত কাটান গাছটির নিচে। অনেকে আবার কৌতূহল করে গাছটিকে এক নজর দেখতেও ছুটে আসেন শোলাকিয়ায়।

স্থানীয়দের মাঝে কথিত রয়েছে যে, এ গাছের ডাল কেউ ভাঙলে, সে অসুস্থ হয়ে পড়ে। ফলে এ গাছ নিজে থেকে তার কোন অংশ না খোয়ালে কেউ ছুঁতে সাহস পায় না। এ কারণে এভাবেই কালের সাক্ষী হয়ে গাছটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী। সেই সঙ্গে বাড়িয়ে চলেছে বৃক্ষশোভিত শোলাকিয়া ময়দানের শোভা।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com