www.kishoreganjnews.com

ঘাটাইল সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন



[ মোস্তফা কামাল | ২২ নভেম্বর ২০১৭, বুধবার, ১২:৪৭ | জাতীয় ]


টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মঙ্গলবার ২১ নভেম্বর উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। সেনানিবাসের অফিসার্স মেস চত্বরে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি মতিয়া চৌধুরী একটি বিশাল কেক কেটে সশস্ত্র বাহিনী দিবসের উদ্বোধন করেন। এরপর তিনি তাঁর বক্তৃতায় বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হবার পর তিনিই স্বাধীন দেশে সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা করেন। সশস্ত্র বাহিনী দেশের দুর্যোগ মোকাবেলসহ জাতির প্রয়োজনে বিভিন্ন সময় অবদান রেখেছে। আজ বাংলাদেশের সেনাবাহিনী একটি দক্ষ চৌকস বাহিনীতে উপনীত হয়েছে।

এর আগে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনিই স্বাধীন দেশে নতুন করে সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। জিওসি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন বীর শ্রেষ্ঠসহ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে ২৩ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকার কয়েকজন সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।

শেষে আমন্ত্রিত অতিথিদের চা চক্রে আপ্যায়ন করা হয়। এসময় সেনাবহিনীর বাদক দল বাদ্যের তালে তালে গণসঙ্গীত পরিবেশন করে। এছাড়া কয়েকটি বড় পর্দায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধুর কয়েকটি বড় আকারের প্রতিকৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও সেনাবহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের সচিত্র বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছিল।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com