www.kishoreganjnews.com

জননেতা ভাষা সৈনিক কাজী বারীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত



[ অষ্টগ্রাম প্রতিনিধি | ২২ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ১২:৫৯ | কিশোরগঞ্জ ]


যথাযোগ্য মর্যাদায় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা কাজী আব্দুল বারীর জন্ম ও মৃত্যুবার্ষিকী অষ্টগ্রামে পালন করা হয়েছে। ২১শে ডিসেম্বর মরহুম জননেতার জন্ম ও মৃত্যু দিবসে অষ্টগ্রামের ছাত্র জনতা, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন, পেশাজীবী ও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করে।

কর্মসূচীর মধ্যে বৃহস্পতিবার সকালে মৌন মিছিল সহকারে অষ্টগ্রামের সদর বাজারসহ বিভিন্ন রাস্তা প্রদণি করে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া ও ফাতেহা পাঠ করা হয়।

সকাল ১০টায় জননেতার সমাধির পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব এর সভাপতিত্বে মরহুম জননেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা করা হয়।

আলোচকদের মধ্যে ছিলেন মরহুম কাজী বারীর সহচর ও অষ্টগ্রাম প্রেসকাবের সভাপতি দেবপদ চক্রবর্তী, রোটারী ডিগ্রী কলেজের শিক নবেন্দু সাহা জয়, জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা ফারুক ভূইয়া, নুরুল ইসলাম মেম্বার, সাংবাদিক মন্তোষ চক্রবর্তী, সাংবাদিক অজিত দত্ত প্রমূখ।

এছাড়াও পারিবারিক ভাবে মরহুম জননেতার সহধর্মিনী রাশেদা বারী, পুত্র কাজী কল্লোল বারী ও কাজী রফিকুল আওয়াল বিপুল বারীর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com