www.kishoreganjnews.com

অষ্টগ্রামে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি



[ অজিত দত্ত, অষ্টগ্রাম প্রতিনিধি | ২ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৮:৩১ | কিশোরগঞ্জ ]


চার দফা দাবিতে অষ্টগ্রামে কর্মবিরতি পালন করেছেন উপজেলা কর্মরত স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে তারা এই কর্মবিরতি পালন করেন।

এ সময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অষ্টগ্রাম উপজেলার সভাপতি তাহের উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, রেশেম খাঁ, হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

স্বাস্থ্য সহকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনে ৩০% হারে দিতে হবে, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ প্রদান করাসহ ১০% পোষ্য কোটা প্রবর্তন করতে হবে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com