www.kishoreganjnews.com

শামসুল হক শামস্ এর দু’টি রম্য ছড়া



[ শামসুল হক শামস্ | ২২ জুলাই ২০১৭, শনিবার, ২:০৭ | সাহিত্য ]


একটু হলেও কমান

আমজনতা হিসাব করে
বাড়বেনা দাম পণ্যের,
পেয়াজ রসুন আদা আলু
সবুজ পাতা ধন্নের।

দোকানদারের এক বাহানা
আমদানী নাই মালের,
আমরা তো ভাই চাষ করিনা
সবজী কিংবা ডালের।

কৃষক বলে জলে গেলো
কদু মুলার ফসল,
কামলা কেটে সার ঔষধের
দাম উঠেনি আসল।

পানির এখন নেইতো অভাব
রাস্তা খালে বিলে
তাই বলে কি সবখানেতে
মাছের দেখা মিলে?

পোল্ট্রি মুরগী গরুর গোস্ত
বাড়ে ছ'বার দিনে,
এমন সাধ্য আছে কারো
মাংস খাবে কিনে?

আমজনতার আয় বাড়েনি
কি হয়েছে তবে?
মধ্যম আয়ের দেশ বানাতে
দাম বাড়াতে হবে।

ধনী গরিব মধ্যবৃত্তের
টাকার হিসাব সমান,
সবার তরে দ্রব্যের মুল্য
একটু হলেও কমান।

 

 

ফলে ফরমালিন

জমছে এখন ফলের বাজার
নানান জাতের ফলে
ফরমালিনের ভরা মৌসুম
সব কিছুতেই চলে।

খোসা পাকা ভিতর সাদা
হলুদ রঙের আমে
স্বাদে গন্ধে অমৃত ভেবে
কিনছি চড়া দামে।

তরমুজ' সেতো ছাড় পেলোনা
লাল হচ্ছে রোজ রং এ
কলা পাকার পদ্ধতিটাও
চলছে পুরনো ঢং এ।

ভেবেছেন কি? কাঁঠাল ভালো
মোটা চামড়া গায়ে!
তার ভিতরেও দিচ্ছে ঠেলে
তুঁতে কাটি দিয়ে।

জামের কালার হচ্ছে কালো
ফরমালিনে ভিজে,
বস্তাবন্দী হলেই তবে
ডালিম পাকে নিজে।

লিচুর ভিতর মিষ্টি স্বাদটা
বাড়ায় স্যাকারিনে
লোক ঠকানোর কীর্তিকলাপ
বাড়ছে দিনেদিনে।

হোক প্রতিকার সঠিক বিচার
ফলে ফরমালিনের,
সুস্থ্য দেহে বেঁচে থাকার
দাবী জনগনের।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com