www.kishoreganjnews.com

সব কবিতার ঘুম ভেঙে যায়



[ আহমেদ তানভীর | ১৩ আগস্ট ২০১৭, রবিবার, ৬:০৩ | সাহিত্য ]


এই কলিজা যখন ভীষণ দহন লেগে পুড়তে থাকে,
তুমি দারুণ আয়েশ করে আগুন পোহাও!
তোমার কাছে এখন আমি সনদ পাওয়া মিথ্যেবাদী,
এই দহনে যাচ্ছে গলে কঠিন লোহাও।

নতুন করে চাইছি না আর- পাত্তা দিও,
গড়ছি না আর নতুন ভুবন রাজকীয়।
মনের ভেতর একলা আঁকি আপন মনেই কষ্ট-নহর,
জাগিয়ে তুলি একলা একা আবার কোনো নষ্ট শহর!

আমার চোখের জলের তলে তোমার ছবি-
আর আঁকি না সত্যি কথা,
গান লিখি না বিষ্টি সনে,
ঝিমিয়ে পড়ি ইস্টিশনে;
এ ধার ও ধার যথা তথা।

রাত না মেনে, দিন না মেনে আমায় তুমি খুব জ্বালালে,
শেষকালে এক গহীন আঁধার ছুঁড়ে দিয়ে ক্যান পালালে!
বুকের ভেতর বসিয়ে দিও ছুরির ফলা এমন করেই,
তবেই আমার সব কবিতার ঘুম ভেঙে যায় বুকের ঘরেই।
জমিয়ে রাখা যত্তোগুলো কটু কথা ইচ্ছেমতোন আমায় কয়ো,
এইটুকু চাই তুমি আমার মরণচিতার শিথান দিকের লাকড়ি হয়ো।

 

# আহমেদ তানভীর
সম্পাদক, সাহিত্যকাগজ ‘ৎ’



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com