www.kishoreganjnews.com

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ মিছিল হয়েছিল কিশোরগঞ্জে



[ বিশেষ প্রতিনিধি | ১৫ আগস্ট ২০১৭, মঙ্গলবার, ১২:৫২ | এক্সক্লুসিভ ]


’৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ হয় কিশোরগঞ্জে। বেতারযোগে বঙ্গবন্ধু হত্যার খবর শোনে ওইদিন সকালেই শহরের কিছু দুঃসাহসী তরুণ বের করেন প্রতিবাদ মিছিল। মিছিলটি কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষ হওয়ার পর পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ করার প্রস্তুতি নেয়ার মুহূর্তে পুলিশি ধাওয়ায় পরামর্শ সভা পণ্ড হয়ে যায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে শহরের গৌরাঙ্গবাজারস্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে শহরেরর কিছু প্রগতিশীল তরুণ মিলিত হয়।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, তৎকালীন ছাত্র ইউনিয়নের সংগঠক প্রয়াত সিপিবি সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, ড. হালিম দাদ খান, অ্যাডভোকেট অশোক সরকার, অ্যাডভোকেট রফিক উদ্দিন পনির, হাবিবুর রহমান মুক্তু, গোলাম হায়দার চৌধুরী, আলী আজগর স্বপন, পীযুষ কান্তি সরকার, এনামুল হক ইদ্রিছ, প্রয়াত সেকান্দর আলী, অলক ভৌমিক, প্রয়াত আকবর হোসেন খান, নূরুল হোসেন সবুজ, অরুণ কুমার রাউত, প্রয়াত আবদুল আহাদ, প্রয়াত নির্মল চক্রবর্তী, অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক, প্রয়াত সৈয়দ লিয়াকত আলী বুলবুল, প্রয়াত মতিউর রহমান, গোপাল দাস প্রমুখ।

বিক্ষুব্ধ এসব তরুণরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দেয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতির আকস্মিকতায় নেতারা তখনকার মত তরুণদের নিরুৎসাহিত করেন এবং চুপচাপ থাকতে পরামর্শ দেন। কিন্তু টগবগে দুঃসাহসী তরুণরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ‘মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম’সহ নানা প্রতিবাদী স্লোগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলশেষে পুনরায় ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ করার প্রস্তুতি নেওয়ার মুহূর্তে পুলিশের গাড়ি এসে তাদের ধাওয়া করে। পরে তরুণ নেতারা যে যার মত পালিয়ে শহর ত্যাগ করে নিজেদের রক্ষা করেন।

আজ সেই তরুণ ছাত্র নেতাদের কেউ রাজনৈতিক নেতা হয়েছেন। কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। আবার কেউ কেউ পরলোকগমন করেছেন। সেদিন মিছিল করার মধ্য দিয়ে একটি প্রতিবাদের কণ্ঠ উচ্চকিত করতে পারার জন্য আজও সেদিনের বীর তরুণরা গর্ববোধ করেন। তবে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের মধ্যে আজও যারা বিদেশে পালিয়ে আছে এবং সেদিনের নারকীয় হত্যাযজ্ঞের পেছনে আরও যাদের হাত ছিল, তাদেরও বিচারের আওতায় আনার জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

অন্যদিকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার এক বছর পর ১৯৭৬ সালের ১৫ই আগস্ট জেলার ভৈরবে তাঁর প্রথম শাহাদাতবার্ষিকী পালন করার অপরাধে তৎকালীন যুব ও ছাত্রলীগের অদম্য সাহসী ২২ নেতাকর্মী গ্রেপ্তার হন।

বঙ্গবন্ধুর নামে মিলাদের আয়োজন করাই ছিলো তাঁদের অপরাধ। সামরিক শাসকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব থানা পুলিশ সেদিন বঙ্গবন্ধুর প্রথম শাহাদাতবার্ষিকীর মিলাদ পড়াতে দেয়নি। শাহাদাতবার্ষিকী পালনের সব আয়োজন ব্যর্থ করে দিয়ে সেদিন তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। সেদিন যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা হলেন, আয়োজক এবং তৎকালীন ভৈরব থানা যুবলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছ (পৌর মেয়র), আসাদুজ্জামান ফারুক (সাংবাদিক), রুহুল আমিন, মাহাবুব, মতিউর রহমান, মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন জজ মিয়া, জিল্লুর রহমান জিল্লু, আসাদ মিয়া, আতাউর রহমান, আসাদুল হক শিশু, দিলিপ চন্দ্র সাহা, দিপেন্দ্র চন্দ্র সাহা, ফজলুর রহমান, আব্দুল হামিদ, ইদ্রিস মিয়া, মাহাবুব আলম, রসরাজ সাহা, সুবল চন্দ্র কর, শাহজালাল, ফিরোজ মিয়া ও আফজাল ভূইয়া।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com