www.kishoreganjnews.com

কবিতা

রক্তকণায় আগুন লাগে



[ আহমেদ তানভীর | ১৫ আগস্ট ২০১৭, মঙ্গলবার, ১:৩০ | সাহিত্য ]


আগুন লাগে শিরার ভেতর
মন-মগজে আগুন লাগে
রক্তকণায় টকটকে লাল-
কৃষ্ণচূড়ার ফাগুন লাগে

দুঃখীর চোখে দেখছি যখন-
অশ্রুফোঁটার শ্রাবণ ছোটে
বুকের খাঁচায় অষ্টপ্রহর-
তীব্র দ্রোহের প্লাবন ফোটে

লাল-সবুজের ম্যাপের ভেতর-
বিবর্ণ রঙ ভীষণ রকম
মূল চেতনার শুভ্র বুকে-
লাগছে আঘাত কঠিন জখম

স্বাধীনতার ভিটেবাড়ি
ইচ্ছেমত নিচ্ছে কেড়ে
অবহেলায় শুদ্ধতাকে-
যখন তখন ফেলছে ঝেড়ে

এসব দেখে স্থির থাকা দায়
ইচ্ছে করে দ্রোহী হবার
‘বলিস কথা নামিয়ে আঙুল
রাখিস মনে দেশটা সবার’।

 

# আহমেদ তানভীর
সম্পাদক, সাহিত্যকাগজ ‘ৎ’



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com