www.kishoreganjnews.com

করিমগঞ্জে অনুষ্ঠিত হলো মেহেদী উৎসব[ স্টাফ রিপোর্টার | ১ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ৪:২২ | বিনোদন ]


ঈদকে সামনে রেখে করিমগগঞ্জের জঙ্গলবাড়ির ইসলামপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার প্রিয় মেহেদী উৎসব। শুক্রবার দুপুরে জঙ্গলবাড়ির ইসলামপাড়া গ্রামে আয়োজিত এ উৎসবে প্রতিযোগীরা মনের মাধুরী মিশিয়ে হাতে মেহেদীর আলপনা এঁকেছেন।

প্রায় দুই ঘন্টাব্যাপী এ উৎসবে শতাধিক নারী প্রতিযোগী নানান আঙ্গিকে নকসা একে অন্যকে এঁকে দিয়েছেন। এ সময় এক আনন্দঘন পরিবেশ সৃষ্ঠি হয়। প্রতিযোিগতায় অংশ নিতে পেরে সকলেই দারুণ খুশি।

ব্যতিক্রমধর্মী এ উৎসবের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করেন সংগঠনের আহবায়ক মো.এমরান আলী ভুঁইয়া।

এসময় কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দিন আহাম্মদ লেনিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহেরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com