www.kishoreganjnews.com

তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলো কিশোরগঞ্জ জেলা প্রশাসন



[  স্টাফ রিপোর্টার | ২ জুন ২০১৭, শুক্রবার, ২:৪৯ | কিশোরগঞ্জ ]


তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (৩১ শে মে) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এ পুরস্কার গ্রহণ করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল যোগদানের পর তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০১৩-এর আওতায় ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তরফদার মোঃ আক্তার জামীলের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় ২৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রকাশ্যে ধূমপান, অনুমোদনহীন বিদেশি সিগারেট বিক্রি, বিজ্ঞাপন প্রচার, সচিত্র সতর্কবাণী ছাড়া সিগারেট বিক্রি ইত্যাদি কারণে ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে ২১৫টি মামলা করা হয়। অভিযানে জরিমানা বাবদ সাত লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় সভা, সেমিনার, উঠান বৈঠকে ও মসজিদে জুমার নামাজের খুতবায় এবং বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে প্রতিনিয়ত প্রচার চালান। পাশাপাশি নিজ উদ্যোগে সতর্কীকরণ নোটিশ স্থাপনের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিভিন্ন ক্লিনিকসহ ১৪টি শপিং মল এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল বলেন, ‘এ বছর সরকারের সম্মাননার জন্য কিশোরগঞ্জ জেলাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত। জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের বিশেষ প্রেরণার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।’

কিশোরগঞ্জের সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম বলেন, ‘বিষয়টি জেলাবাসী হিসেবে আমাদের জন্য আনন্দদায়ক। আশা করি ভবিষ্যতেও কিশোরগঞ্জ জেলা সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে তামাক নিয়ন্ত্রণে সারা দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।’



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com