www.kishoreganjnews.com

ভাড়াটিয়াদের খোঁজখবর রাখার তাগিদ

পাকুন্দিয়ায় জঙ্গিবাদ দমনে মতবিনিময়



[ স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ১৪ জুন ২০১৭, বুধবার, ৪:১২ | কিশোরগঞ্জ ]


জঙ্গিবাদ দমনে পাকুন্দিয়া পৌরসদরের বাসাবাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন।

মতবিনিময় সভায় বাসা ভাড়া দেয়ার সময় ভাড়া নিতে আসা ব্যক্তিদের সঠিক তথ্য-উপাত্ত যাচাই করে ও খোঁজখবর নিয়ে মালিকদের বাসাবাড়ি ভাড়া দেয়ার পরামর্শ দেয়া হয়।

এছাড়া ভাড়াটিয়ার প্রতি খোঁজখবর নেয়ার পাশাপাশি ভাড়াটিয়ার আচার-আচরণে সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করার জন্য তাগিদ দেয়া হয়।

মতবিনিময় সভায় পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শাহজাহান প্রমুখসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনগণকে সচেতন করে ও তাদের সাথে নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করতে পুলিশের রুটিন ওয়ার্ক মোতাবেক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com