কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে মাছ ধরতে গিয়ে বিএনপি নেতা নিখোঁজ!

 হাবিবুর রহমান বিপ্লব | ২০ নভেম্বর ২০২১, শনিবার, ৮:১৭ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে মাছ ধরতে গিয়ে উপজেলার সিংপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মইজ উদ্দিন (৫০) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি।

নিখোঁজ মইজ উদ্দিন উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাঁটির মৃত মধু মিয়ার ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মইজ উদ্দিন পেশায় ডিজেল ইঞ্জিন মেকানিক। তিনি হাঁস পালন ও মাছ ধরার কাজ করতেন।

এলাকার অশীতিপর বৃদ্ধ আবু বাকার মিয়া জানান, মইজউদ্দিন নিরীহ প্রকৃতির মানুষ। কারো সাথে তার কোন শত্রুতা নেই। তবে তিনি উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত ছিলেন। প্রায়ই নিজে নিজের মাথায় পানি ঢালতেন।

নিখোঁজের শ্যালক কামরুল ইসলাম জানান, প্রতিদিনকার মতো বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জাল দিয়ে মাছ ধরতে মইজউদ্দিন নৌকা নিয়ে ধনু নদীতে যায়।

পরে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন শুক্রবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নদীতে এগিয়ে গেলে শুধু তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখেন।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী আরিফ কিশোরগঞ্জ নিউজ কে জানান, থানায় জিডি করা হয়েছে। নদীতে জাল ফেলে খোঁজাখুজি করেও এখনো পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

ওসি মনসুর আলী বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

এদিকে নিখোঁজের দুইদিন পার হয়ে গেলেও কোন হদিস না পাওয়ায় পরিবারের লোকজনের মধ্যে হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর