কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ৮:২১ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কদমতলী গ্রামের নূরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. কবির হোসেন একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কবির হোসেনকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর