কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিয়েতে দেয়া আসবাবপত্র ফেরৎ ও দেনমোহরের টাকা বুঝে নিয়ে যৌতুকের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৬ ডিসেম্বর ২০২১, সোমবার, ৮:৫২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে স্বামীর বিরুদ্ধে দায়ের করা যৌতুকের মামলা প্রত্যাহার করতে গিয়ে দেনমোহর ও ভরণপোষণের টাকা বুঝে নেয়ার পাশাপাশি বিয়েতে পিতার বাড়ি থেকে উপহার হিসেবে দেয়া আসবাবপত্র ফেরৎ নিয়েছেন স্ত্রী। এছাড়া স্বামী-স্ত্রী তাদের সংক্ষিপ্ত বৈবাহিক জীবনেরও সমাপ্তি টেনেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক ১/১ নং আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করার আগে দেনমোহর ও ভরণপোষণের নগদ চার লাখ পাঁচ হাজার টাকা এবং বিয়েতে উপহার হিসেবে দেয়া আসবাবপত্র বুঝে নেন স্ত্রী সুরমা আক্তার তৃষা (২৪)।

এজন্যে স্বামী মো. আল আমীন বিয়েতে শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহার সামগ্রী আদালত প্রাঙ্গণে এনে জড়ো করে রাখেন।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, একটি খাট, এক সেট সোফা, একটি ডাইনিং টেবিল, একটি ড্রেসিং টেবিল, একটি সুকেচ, একটি ওয়ারড্রোব, লেপ-তোষক ইত্যাদি।

দেনমোহরের টাকার পাশাপাশি বিয়েতে উপহার হিসেবে দেয়া আসবাবপত্র ফেরৎ নেয়ার এ ঘটনা আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

মামলা প্রত্যাহারের লিখিত আবেদনে বাদী সুরমা আক্তার তৃষা উল্লেখ করেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজন উভয়ের মধ্যে আপস-মীমাংসা করে দিয়েছেন।

আপস মোতাবেক দেনমোহর ও ভরণপোষণের চার লাখ পাঁচ হাজার টাকাসহ যাবতীয় দেনা পাওনা আসামি মো. আল আমীন পরিশোধ করেছেন।

বিধায় আসামির প্রতি আর কোন অভিযোগ নেই এবং মামলাটি আর পরিচালনা করতে ইচ্ছুক নন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর