কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আইসিসির মাস সেরা নারী ক্রিকেটারের তালিকায় কিশোরগঞ্জের মেয়ে নাহিদা আক্তার

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৫:০৫ | সম্পাদকের বাছাই  


আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেয়েদের বিভাগ থেকে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মেয়েদের বিভাগ এই পুরস্কারের জন্য মনোনীত হওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিনি।

আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মেয়েদের বিভাগ থেকে জায়গা পাওয়া অন্য দুজন হলেন পাকিস্তানি বোলার আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথুস।

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার লড়াইয়ে থাকা টাইগ্রেস বোলার নাহিদা আক্তার জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১টি উইকেট নিয়েছেন। এর মধ্যে এক ম্যাচে ৫ উইকেট দখল করেছেন।

পরে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচেও নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

ম্যাচটিতে বোলিং জাদু দেখিয়ে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন বোলার নাহিদা আক্তার। ১০ ওভার বল করে ২৫ রানের খরচায় নাহিদা পাকিস্তানের দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এর মধ্যে একটি ছিল মেডেন ওভার। ম্যাচে নাহিদার বোলিং ফিগার ১০-১-২৫-২।

জিম্বাবুয়ে সফরে নাহিদা আক্তারের এমন উজ্জ্বল পারফরম্যান্সই ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার লড়াইয়ে তাকে এগিয়ে দিয়েছে।

নাহিদা আক্তারের ২১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার শিকার ২৭ উইকেট। ইকোনমি গড় ৩.১৬। সেরা বোলিং ৫/২১।

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের ৪ অক্টোবর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাহিদা আক্তারের। এরপর থেকে নাহিদা আক্তার বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন।

নাহিদা আক্তারের বোলিং জাদুতে ২০১৯ সালের ৮ ডিসেম্বর এস এ গেমস ক্রিকেটে ইতিহাস গড়ে স্বর্ণ জয় করে বাংলাদেশ নারী দল।

এর আগে ২০১৮ সালের জুনে নাহিদার মিতব্যয়ী বোলিং এ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। যা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোন টুর্নামেন্ট শিরোপা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম বোলার হিসেবে আস্থা আর নির্ভরতার এক অনন্য নাম এখন নাহিদা আক্তার।

অন্যদিকে নাহিদা আক্তারের ৪১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩.৪২ গড়ে তার শিকার ৫০ উইকেট। ইকোনমি গড় ৪.৯৮। সেরা বোলিং ৪/১১।

২০২০ সালের ২ মার্চ নিজের ২১তম জন্মদিনে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন নাহিদা আক্তার।

এছাড়া টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বেও নাহিদার পারফর্মেন্স ছিল নজরকাড়া।

নাহিদা আক্তারের জন্ম ২০০০ সালের ২ মার্চ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামে। তার বাবার নাম মো. হামজু ভূঁইয়া। বেড়ে ওঠা রাজধানী ঢাকায়।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচীতে অনুষ্ঠিত খেলায় আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় নাহিদা আক্তারের। ওই সময় মহিলাদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট দলে বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন নাহিদা আক্তার। তার বয়স ছিল মাত্র ১৫ বছর ২১২ দিন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর